শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে বাধা, হাতাহাতি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার
বাউল আবুল সরকারকে গ্রেফতার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।
আয়োজকদের দাবি, সেসময় ‘জুলাই মঞ্চের’ ব্যানারে যুবকরা মিছিল নিয়ে এসে বাধা দেন। তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এসময় তারা বাউল আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
আয়োজকদের একজন শিল্পী বিথী ঘোষ বলেন, আমাদের আয়োজন শুরু হয়েছে, আলাপ চলছে। এমন সময় ‘জুলাই মঞ্চের’ নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। পেছনে ‘ব্যাকড্রপ’ভেঙে দেন।
বিথী ঘোষ আরও বলেন “ঐ যুবকরা এসময় হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন, কিন্তু আমরা কোনো ধরনের ধাক্কাধাক্কিতে যাইনি। আমরা তাদেরকে বলেছি, আমাদের কাজটা আমাদের করতে দেন, আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।”
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, আমরা হামলার কোনো অভিযোগ পাইনি, এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।
‘সম্প্রীতি যাত্রা’ এর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অরুপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউল শিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা।
অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি শিল্পীরা বাউল আবুল সরকারের অবিলম্বে মুক্তির দাবি তুলে ধরেন। প্রতিবাদী গান ও মশাল মিছিল করেন আয়োজকরা।
এমআর//
