ঢাকা, সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

বাড্ডায় পাওয়া লৌহদণ্ডটি ফ্র্যাগমেন্টেশন, করা হলো নিষ্ক্রিয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার

বাড্ডা বেড়াইদে মাছ ধরতে গিয়ে লৌহদণ্ড সদৃশ্য একটি বস্তু পায় জনৈক রিমন। এটিকে এন্টি এয়ার ক্রাফট রাউন্ড (ফ্র্যাগমেন্টেশন) টাইপ হিসেবে সনাক্ত করা হয়। পরে বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার (০১ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের ০৮ (আট) সদস্যের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুঁকি মূল্যায়ন করে এন্টি এয়ার ক্রাফট (ফ্র্যাগমেন্টেশন টাইপ) রাউন্ডটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে নিরাপদ স্থানে নিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড্ডা থানাধীন ৩০ ফিট রোডের বেড়াইদ চিনাদীপাড়া এলাকায় মাছের প্রজেক্টে জনৈক রিমন মাছ ধরতে গিয়ে লৌহদণ্ড সদৃশ্যবস্তু (ওজন ১ কেজি) পেয়ে নিয়ে আসেন। পরবর্তীতে বাড্ডা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

বাড্ডা থানা পুলিশ বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দিলে বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত বস্তুটি এন্টি এয়ার ক্রাফট রাউন্ড (ফ্র্যাগমেন্টেশন) টাইপ হিসেবে সনাক্ত করে।

পরে আজ বস্তুটিকে সফলভাবে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। নিষ্ক্রিয়করণ শেষে আলামত বাড্ডা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এএইচ