ঢাকা, মঙ্গলবার   ০২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বইছে হিমেল বাতাস

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮ এএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

পঞ্চগড়ে সন্ধ্যা নামতেই হিমেল বাতাসের সাথে পাল্লা দিয়ে ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝড়ছে কুয়শা। রাত যত গভীর হচ্ছে ঠান্ডার তীব্রতা ততই বেশি অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ মঙ্গলবার সকাল ছয়টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গতকাল সোমবার সকালে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল. ৮৫ শতাংশ। 

জিতেন্দ্রনাথ রায় বলেন, জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে নামতে থাকবে। চলতি মাসে জেলায় তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ায় শৈত্যপ্রবাহ হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন।

এদিকে, উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস বইছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এএইচ