ঢাকা, বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ পিএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন দেশের তিন বাহিনীর প্রধান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তিন বাহিনীর প্রধান হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোঁজ খবর নেন।

উল্লেখ্য,বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এমআর//