ঢাকা, বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

উত্তরে বেড়েছে শীতের দাপট, দিনাজপুরে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৩৪ এএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ১০:৫২ এএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার

দেশের উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের দাপট। শ্বেত কুয়াশা আর কনকনে হিমেল বাতাসে ক্রমান্বয়ে নেমে আসছে তাপমাত্রা। গত সপ্তাহে ১৩-১৪ ডিগ্রিতে ওঠানামা করলেও এখন নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। 

আজ বুধবার (৩ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে দিনাজপুরে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন এ বিষয়টি জানিয়েছেন। 

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানায়, আজ বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

স্থানীয়রা জানায়, কাঞ্চনজঙ্ঘা সন্নিকটে থাকায় প্রতিবছরই তীব্র ঠাণ্ডা অনুভূত হয় এ জেলায়। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নিম্নআয়ের মানুষ। সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

এদিকে, তীব্র শীতে কাঁপছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষ। রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। 

একই সময় দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে-নওগাঁর বদলগাছিতে ১২.১,  রাজশাহীতে ১২.৭, সৈয়দপুরে ১২.৮, নীলফামারীর ডিমলায় ১৩.০, পাবনার ঈশ্বরদীতে ১৩.৩, চুয়াডাঙ্গায় ১৩.৭ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

এএইচ