মাগুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা মাহফিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর, সদস্য সচিব লিটু, মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রাসেল,থানা কৃষক দলের আহ্বায়ক বিল্পব খলিফা, সদস্য সচিব সুজন,থানা ছাত্রদলের আহ্বায়ক সোহেল মুন্সী, সদস্য সচিব হেমায়েত হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এমআর//
