উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে ঠাণ্ডার তীব্রতা
প্রতিনিধিদের খবর
প্রকাশিত : ১০:১০ এএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৭ এএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
দেশের উত্তরাঞ্চলে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। এক সপ্তাহ ধরেই দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। দিনে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই হিমেল বাতাস আর কুয়াশায় বাড়ছে কনকনে ঠাণ্ডা।
তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানায়, আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চলতি সপ্তাহে আরও তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘন কুয়াশার কারণে যানবাহন চলছে ধীরগতিতে। তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।
এদিকে, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ঘন কুয়াশার সঙ্গে বইছে হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাস। আজ সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গতকাল দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতে বিপাকে পরেছে ছিন্নমূল মানুষ।
এএইচ
