ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে হাস বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা,মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে হাস, খাদ্যসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রাণীসম্পদ অফিসে সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ৪৫ জন সুফলভোগী পরিবারকে ২১ টি করে হাস প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে হাসের ঘর তৈরির জন্য ৮৮০০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৪৫ জন খামারিদের ২১ টি হাস, হাসের ঘর তৈরির বাবদ ৮৮০০ টাকা এবং প্রত্যেক সুফলভোগীদেরকে ৭৫ কেজি করে হাসের খাদ্য দেয়া হয়েছে। যা পর্যায়ক্রমে ৩ বার দেয়া হবে।
ফরিদপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ জানান, প্রাণীসম্পদ অফিসের এ কার্যক্রম / প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের সবিধাবঞ্চিত পরিবারদের স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা মিটবে এবং তারা স্বাবলম্বী হবে।
এমআর//
