প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, নৈতিকতা ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রোববার (৭ ডিসেম্বর) থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে।
তারা জানান, পরীক্ষার পর আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিন দফা দাবিতে শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি, ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন পালন করছিলেন।
এদিকে বৃহস্পতিবার তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশাসনিক কারণ দেখিয়ে এ বদলি করা হয় বলে জানা যায়।
এমআর//
