ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২১ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি না হলে সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। মায়ের অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে উপযুক্ত সময়ে নিজ সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।
দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলার বিরোধ প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন শুরু হলে সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলার কয়েকটি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।
এমআর//
