মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
মিরপুর জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে সিংহ বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়। জানা গেছে, এটি এখন খাঁচার পাশে এক কোণে অবস্থান করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এটি এখন খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে। সিংহটিকে চারদিক থেকে ঘিড়ে রাখা হয়েছে। পশুটিকে এমন জায়গায় রয়েছে যে,আমাদের লোকজন সেখানে যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমার প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবস করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রেই রয়েছে।’
এদিকে চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলেও জানান পরিচালক রফিকুল ইসলাম।
সিংহটি কিভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, ‘হয়তো তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।
এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
এমআর//
