আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকামার্কেটের ইসলামী ফাউন্ডেশনের পাশের টিনশেড একটি বাসায় এ ঘটনা ঘটে ।
তাদের উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে দিকে ঢাকা মেডিক্যালের পুরাতন বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন—মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭), নাতনি ইভা (৬)। এরা সবাই শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাসিন্দা।
হাসপাতালে নেওয়া দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, ‘শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’
এএইচ
