ঢাকা, শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২২ ১৪৩২

প্রবাসীর ছেলের হাত-পা বেঁধে ডাকাতি, মূলঘটনা উদঘাটন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেম আইডি কেনার টাকার জন্য প্রবাসীর ছেলের সাজানো ডাকাতির নাটক উদঘাটন করেছে পুলিশ। ঘটনাটির ৭ দিন পর গ্রেপ্তার হয়েছে ৩ কিশোর।

রুপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর দুপুরে কাঞ্চনে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তার ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়। পরে মামলাও হয়।

কিন্তু শুক্রবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম নতুন মোবাইল ফোন কেনায় সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। 

পরে তিন কিশোর—শাহরিয়ার, নাবিল ও শাহ আলম স্বীকার করে যে তারা নিজেরাই টাকাস্বর্ণ নিয়ে ডাকাতির নাটক সাজিয়েছে। তাদের কাছ থেকে ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, নতুন মোবাইল ও ফ্রি ফায়ার গেমসের আইডি কিনতেই তারা এই নাটক সাজিয়েছিল।

এএইচ