ভারত / পশ্চিমবঙ্গ / বিধায়ক হুমায়ূন
ভারতে এবার নির্মাণ শুরু ‘বাবরি মসজিদ ২.০’
C. Analyst
প্রকাশিত : ০৭:২০ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার | আপডেট: ০৭:৫১ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
ভারতে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহির উদ্দিন মুহাম্মাদ বাবর তার সম্রাজ্যের গোড়াপত্তনের মাত্র ৩ বছরের মাথায় ১৫২৯ সালে উত্তর প্রদেশের অযোধ্যাতে একটি মসজিদ নির্মাণের পৃষ্ঠপোষকতা করেন। সেই মসজিদের নাম দেয়া হয় বাবরের নামে, "বাবরি মসজিদ"। তারপর পেরিয়ে যায় সাড়ে চারশ’ বছর। এরইমধ্যে ভারত বর্ষে উত্থান হয় উগ্র হিন্দুত্ববাদের।
কালের পরিক্রমায় ১৯৯২ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখে বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সহযোগী সংগঠনের হিন্দু কর্মীরা উত্তরপ্রদেশের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে।
আজ ২০২৫ সালের সেই ৬ ডিসেম্বর। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামের একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের পশ্চিম বঙ্গের বিধান সভার এমএলএ হুমায়ুন কবীর। সম্রাট বাবরের ছেলে সম্রাট হুমায়ুনের নামে নাম তার। হুমায়ূন কবীর মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকেটে বিধায়ক নির্বাচিত হয়েছেন।
গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মানের ঘোষণা। হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের বিধানসভার একজন নির্বাচিত এমএলএ।যিনি ছিলেন মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসের নেতা। কিন্তু বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। গত ৪ ডিসেম্বর এই সিদ্ধান্ত জানান কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
এদিকে হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়া থেকে বিরত রাখতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় মামলা। তবে মামলায় ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানায়। ফলে আইনি জটিলতা কাটিয়ে আজ দুপুর ১ টায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পন্ন করেন বিধায়ক হুমায়ুন কবির।
এই ব্যাপারে নিজের সোশাল মিডিয়ায় হুমায়ুন কবীর বলেছেন, "এই মসজিদ তৈরি করতে তিন বছর সময় লাগবে। অর্থ জোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইতোমধ্যে অর্থ উত্তোলনের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করা হয়েছে"।
এদিকে নিরাপত্তাজনিত অবস্থা নিয়ে হুমায়ুন কবীরকে উদ্বেগ জানাতে দেখা গেলেও তিনি দাবি করেন তারা দমে যাবেন না। তিনি আরও দাবি করেছেন, উত্তর প্রদেশ থেকে তার মাথার দাম এক কোটি টাকা হাঁকানো হয়েছে। কিন্তু তিনি উলটো সেই মাথার দাম হাঁকানো ব্যক্তিকে মুর্শিদাবাদ আসলে দেখে নেয়ার হুমকি দেন।
এদিকে সর্বশেষ খবর অনুযায়ী মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই নয়া বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা পশ্চিম বঙ্গের ভাষায় শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয়, হুমায়ুন শেষ পর্যন্ত এই বাবরি মসজিদ নির্মান কাজ সম্পন্ন করতে পারেন কি না।
