ঢাকা, রবিবার   ০৭ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

নরসিংদীতে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, পুড়ল তুলা ও সুতা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার

নরসিংদীর শীলমান্দিতে এন.আর নামের একটি স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মিলটিতে থাকা তুলা ও সুতা।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে৷

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

কিভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানা যায়নি। তবে আগুনে মিলটির তুলা ও সুতা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

এএইচ