স্থগিতাদেশ প্রত্যাহার, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ড্যাব নেতাদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার | আপডেট: ০৭:৫১ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ড্যাব নেতৃবৃন্দের সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতারা।
স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপির সহ পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন এবং ডা. মো. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. একে এম আজিজুল হক, বিএনপির সহ পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. মো. আজহারুল ইসলাম, ডা. আলী আকবর আশরাফী, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. এম এ কামাল, ডা. মোহাম্মদ ফারুক হোসেন, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. মো. ওয়াসিম, ডা. মো. রেহান উদ্দিন খান, ডা. আলমগীর কবির উজ্জ্বল, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. হারুনুর রশিদ খান রাকিব, ডা. জাফর ইকবাল জামালী, ডা. আবু আহমেদ শাফি, ডা. খন্দকার কামরুজ্জামান মিন্টু, ডা. গাজী মো. শাহিনুল ইসলাম, ডা. সামিউল আলম সোহান, ডা. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. সাইফুল ইসলাম জুয়েল, ডা. মনজুরুল আজিজ ইমন, ডা. একরামুল রেজা টিপু, ডা. এস এ ফয়েজ, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. সাদিকুল আমিন শান্ত, ডা. সাজ্জাদুর রহমান, ডা. মো. জাভেদ হোসেন, ডা. আমিরুল মুলক হিরু, ডা. কে এম শরফুদ্দিন আশিক, ডা. মাসুম বিল্লাহ, ডা. আজিজুল হক মানিক, ডা. তারেকসহ তিন শতাধিক চিকিৎসক।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে দেশের বর্তমান সংকটে খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন—এমন দোয়া করা হয়। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
এমআর//
