ঢাকা, বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

শীঘ্রই নরসিংদীতে যৌথ অভিযান পরিচালিত হবে: স্বারাষ্ট্র উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে শীঘ্রই সেনা, পুলিশসহ যৌথবাহিনীর অভিযান পরিচালিত হবে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর পুলিশলাইনসে জেলা পুলিশের অস্ত্রাগাড়, হাসপাতাল, রেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূর্বে যেখানে টেঁটা ব্যবহৃত হতো, সেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। যেহেতু সেখানে সন্ত্রাসী-অপরাধীদের আড্ডা অনেক বেশি, সেখানে কম্বিং অভিযানের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে। 

তিনি বলেন, ইতিমধ্যেই কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে, অপরাধীরাও আইনের আওতায় এসেছে। 

নির্বাচন নিয়ে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবনার পাশাপাশি পুলিশের মনবল বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। সেই সাথে পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধির তাগিদ দেন উপদেষ্টা।

পুলিশলাইনসে পরিদর্শন শেষে জেলা কারাগার পরিদর্শন ছাড়াও বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার।

এএইচ