সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৫ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
নির্বাচনের মাঠে অপেক্ষার পালা প্রায় শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিন। ঘোষণা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল। একই সাথে জুলাই সনদ নিয়ে গণভোটেরও দিনক্ষণ ঘোষণা করো হবে।
গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তফসিল ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। দুই নির্বাচনের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেয়া হবে। একদিনে নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তফসিলে নির্বাচনের দিনক্ষণের পাশাপাশি থাকতে যাচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট অন্যন্য বিষয়।
প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা, নির্বাচন কমিশনের মনোনয়নের কাগজ বাছাই, মনোনয়ন বাতিল হলে আপিলের সময়সূচি, প্রার্থীর তালিকা প্রকাশ, প্রচারণার সময়সীমা, ভোট গ্রহণ, কোথায় এবং কীভাবে গণনা হবে তার নির্দেশনা থাকবে তফসিলে।
তফসিল ঘোষণার পর থেকে সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ থেকে বিরত থাকর আহ্বান জানিয়েছে সরকার।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
এএইচ
