ঢাকা, শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

সহপাঠীর মৃত্যু, ‘ফার্মগেট অবরোধ’ তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অবরোধ করেন তারা। 

কলেজের মূল ফটকের সামনে গিয়ে প্রথমে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে, এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

গত ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়ার চার দিন পর গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিবুল হাসান রানা (১৮)। কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ চেষ্টা করছে ছাত্রছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।

এএইচ