ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১ ১৪৩২

সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার

সাংবাদিক আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।

এই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, ‘উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এমআর//