হাদিকে গুলি: প্রধান আসামির সহযোগী ৭ দিনের রিমান্ডে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য জানান।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র্যাব।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি কাইউম) হোসেন নয়ন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানিতে বলেন, কবির মূল আসামির সহযোগী ফয়সাল করিম মাসুদকে অস্ত্র সরবরাহ করেছে। তার সঙ্গে পাশের দেশের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত কিনা তা দেখতে হবে।
তিনি আরও বলেন, অস্ত্র কেনাবেচা সম্পর্কে এ আসামি জানে। এছাড়াও এ আসামি রাজধানীর আদাবর থানার সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক। তাকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাবে। এ জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
এমআর//
