ঢাকা, বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামজিক যোগাযোগ মাধ্যমের ১ মিনিটের ‘রিল মেকিং’ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে বিএনপি।

জাতীয় পর্যায়ে এ রিল প্রতিযোগিতার ১০ জন বিজয়ী পাবেন সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে সংবাদ সম্মলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আমার ভাবনায় বাংলাদেশ বিষয়ে ১১টি থিমে বানানো যাবে ভিডিও। আর এসব ভিডিও জমা দেওয়া যাবে ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এমআর//