ঢাকা, বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৩ ১৪৩২

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ০৪:১৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা বিরু মোল্লাকে (৪৮) গুলি করে হত্যার অভিযোগ চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ছিলেন বিরু মোল্লা (৪৮)। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত রাজনৈতিক নেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরু মোল্লার সঙ্গে তার চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। ঘটনার দিন বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে চাচাতো ভাই আগ্নেয়াস্ত্র বের করে বিরু মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিরু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ