মাহফিলে দোকান বসানো নিয়ে ছুরিকাঘাত, যুবক নিহত
পাবনা প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৩ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
পাবনায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুজন মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত সোহান ইসলাম (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এএইচ
