ঢাকা, রবিবার   ২১ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৬ ১৪৩২

রজব মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ দেখা গেছে। রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা।

আজ শনিবার সংবাদমাধ্যম গালফ নিউজ আরব আমিরাতে চাঁদ দেখার তথ্য জানিয়েছে।

পবিত্র মাসের মধ্যে অন্যতম রজব। মুসলিমদের কাছে রজব মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাস থেকেই মূলত পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়। রজবের পর শা’বান মাস শেষ হলেই আসে রহমতের মাস রমজান।

রজব ও শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই রমজান শুরু হতে যাচ্ছে।

এদিকে, বাংলাদেশের ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এএইচ