জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ, আসন প্রতি লড়ছেন ১১৯ শিক্ষার্থী
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (৫৫ ব্যাচ) আজ থেকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। মোট ৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিভিন্ন ক্রমানুসারে পরীক্ষা চলবে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। ২১ থেকে ৩১ ডিসেম্বর পযর্ন্ত এ ভর্তি পরীক্ষা চলবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জানা যায়।
এবার জাবিতে ২০২৫-২৬ সেশনে ভর্তি পরীক্ষায় সাত ইউনিটে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।
ইউনিট ভিত্তিক আবেদনে এ' ইউনিটের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে ৪২৬ আসনের বিপরীতে লড়বেন ৬০ হাজার ৩৫১জন। প্রতি আসনের জন্য প্রতিযোগিতা হবে ১৪১ জনের।
‘বি’ ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬ আসনের বিপরীতে আবেদন ২০ হাজার ৫৮৩ জনের। প্রতি আসনের জন্য ৬৩ জন লড়বেন। ‘সি' ইউনিটের কলা ও মানবিকী অনুষদের ৪৬৬ আসনের জন্য আবেদন হলো ৪৭ হাজার ৪৯৭টি। প্রতি আসনের জন্য ১০১ জন লড়বেন। সি'১' ইউনিটের নাট্যতত্ত্ব ও চারুকলার ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। এখানে প্রতি আসনের জন্য ৫৮ জন লড়বেন।
‘ই’ ইউনিটের বিজনেস স্টাডিজের ২শ’ আসনের বিপরীতে আবেদন ১১ হাজার ৬১২টি। এখানেও আসন প্রতি ৫৮ জন লড়বেন। আইবিএ-জেইউ ইউনিটের ৫০ আসনের বিপরীতে আবেদন ৫ হাজার ৪১১টি। এতে প্রতি আসনের জন্য লড়বেন ৯৮ জন।
এছাড়া সবচেয়ে বেশি আবেদন পড়েছে ডি ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ)। এখানে ৩১০ আসনের জন্য আবেদন ৭০ হাজার ২২০টি। ডি ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২৬ জন শিক্ষার্থী।
তবে আসন প্রতি এবার প্রতিযোগিতা গতবারের চেয়ে কিছুটা কম।
এএইচ
