আন্দোলনের মুখে রাবির ৬ ডিনের পদত্যাগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি ৬ ডিন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পদত্যাগকারী ডিনরা হলেন— আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “শিক্ষার্থী ও ডিনদের সঙ্গে আলোচনার পর ডিনরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।” নতুন ডিন নির্বাচিত না হওয়া পর্যন্ত পদাধিকার বলে উপাচার্য সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
এর আগে রোববার দুপুরে ছয় ডিনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ সব প্রশাসনিক দপ্তরের কার্যালয়েও তালা দেওয়া হয়। ডিনদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
পরিস্থিতি নিরসনে এদিন বিকেলে প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক হয়। রাতে আরেক দফা বৈঠকের পর ডিনরা পদত্যাগের ঘোষণা দেন।
এমআর//
