ঢাকা, সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৭ ১৪৩২

ফরিদপুরে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার

ফরিদপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ৮ দফা দাবি বাস্তবায়নে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর কৃষি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে ক্যাম্পাসজুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্য নিরসনসহ তাদের দাবিগুলো বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ।

তারা বলেন, কৃষি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফরিদপুরসহ সারাদেশে চলমান এ আন্দোলন আরও কঠোর কর্মসূচির মাধ্যমে চালিয়ে যাওয়া হবে।

এমআর//