তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
শায়রুল কবির আরও বলেন, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।
প্রসঙ্গত, নিরাপত্তা নিশ্চিত করা গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর ৩শ’ ফিট সড়কে বড় ধরনের সংবর্ধনা দিতে চায় বিএনপি। এ উপলক্ষে শুক্রবার দলের জাতীয় স্থায়ী কমিটির তিন সদস্যসহ গুরুত্বপূর্ণ নেতারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনও করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দুপুরে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান।
এএইচ
