খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০২:১৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
খুলনায় এনসিপি’র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহবায়ক মো. মোতালেব শিকদারকে (৪০) প্রকাশ্যে দুর্বৃত্তরা গুলি করে হত্যার প্রচেষ্টা চালিয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে তাকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি তার মাথার এক পাশে বিদ্ধ হয়। প্রাথমিক অস্ত্র পচারের পর তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে।
এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করা এবং আমাদের প্রাণ নেওয়ার মিশনে নেমেছে। জুলাইযোদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এএইচ
