ঢাকা-১৭ নির্বাচনী এলাকার তরুণ-তরুণীদের জন্য বিশেষ কর্মসংস্থান কর্মসূচি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫০ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ১১:৫১ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার
ঢাকা-১৭ নির্বাচনী এলাকার এক হাজার (১০০০) যোগ্য তরুণ-তরুণীর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে এক বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ।
তিনি বলেন, নির্বাচিত প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক পাসপোর্ট উপহার দেওয়ার মাধ্যমে আমরা এই যাত্রার শুভ সূচনা করতে চাই। আমাদের মূল লক্ষ্য, আপনাকে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।
কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রশিক্ষণ ও কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণরা সম্পূর্ণ স্বাধীনভাবে দেশি বা বিদেশি যেকোনো প্রতিষ্ঠানে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। এছাড়া, আমাদের পক্ষ থেকে বিদেশে কর্মসংস্থানের যে সকল সুযোগ বা উদ্যোগ থাকবে, সেখানে এই কোর্সে উত্তীর্ণদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে।
এ ক্ষেত্রে কিছু শর্তাবলী ও নিয়মাবলী রয়েছে। সেগুলো হলো:
আবেদনকারীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ঢাকা-১৭ নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা ও ভোটার হতে হবে। নির্ধারিত স্থানীয় প্রতিষ্ঠানে ৬ মাস থেকে ১ বছর মেয়াদী শিক্ষানবিশ (Internship) হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
এছাড়া ইংরেজি ভাষা শেখা বাধ্যতামূলক। এছাড়া নির্ধারিত অন্য ৩টি ভাষার মধ্য থেকে যেকোনো একটি ভাষা শিখতে হবে। প্রার্থীর আগ্রহ ও মেধার ভিত্তিতে একটি সুনির্দিষ্ট কারিগরি বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই পুরো উন্নয়ন প্রক্রিয়া ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ একটি অলাভজনক ও জনকল্যাণমূলক উদ্যোগ। পাসপোর্ট ফি ব্যতীত অন্যান্য ব্যক্তিগত বা আনুষঙ্গিক খরচ প্রার্থীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।
এই কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য জনসেবা ও দক্ষ জনশক্তি তৈরি। এখানে কোনো প্রকার অর্থনৈতিক সংশ্লিষ্টতা বা গোপন ফি নেই বলে জানানো হয়েছে।
এএইচ
