৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ১২:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার
ঘন কুয়াশার কারণে রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৫০ মিনিটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
পরে বুধবার সকাল ১০ টা ৪০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমতে থাকলে ফেরি চলাচল শুরু করে।
দীর্ঘ ৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় যাত্রী ও চালকেরা পড়েছেন দুর্ভোগে। এতে কয়েকশ’ যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের উভয়পাশে আটকা পরে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অংশের সহকারী ঘাট ব্যবস্থাপক নুর আহম্মেদ ভূইয়া জানান, রাতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি এড়াতে ভোর ৫টা ৫০ মিনিটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টা ৪০ মিনিটে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস নদী পারের অপেক্ষায় রয়েছে। পারাপার চলমান রয়েছে যানবাহনগুলো পার হতে বেশি সময় লাগবেনা বলে জানান তিনি।
আজ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ১০ ছোট বড় ফেরি চলাচল করছে।
এএইচ
