ঢাকা, বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১০ ১৪৩২

গাজীপুরে প্রবাস ফেরত জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীপুরের লতিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় কাশের এর ইটভাটায় ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।  মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরিদ সরকার দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি দেশে ফিরে একটি ইটভাটার ব্যবসায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি একটি মামলা চলছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে ফরিদ সরকারকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

এএইচ