ঢাকা, বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১০ ১৪৩২

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে মগবাজারের মুক্তিযোদ্ধা গলির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তের ছোড়া ককটেলে মুক্তিযোদ্ধা সংসদের সামনে অজ্ঞাত পরিচয়ের পথচারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক বক্তব্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমআর//