ঢাকা, বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১০ ১৪৩২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

মানবিক সংগঠন"রক্তস্পন্দন”-এর উদ্যোগে এবং ন্যাশনালিস্ট অফ এসজেডএমসি, বগুড়া (এনএসবি)-এর সহযোগিতায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর উত্তরখানে ছিন্নমূল, অসহায়, স্বজনহারা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ও শিশুদের আশ্রয়স্থল “আপন নিবাস”-এ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস্ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।বক্তব্যে তিনি দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার অবদান এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরে জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেন এবং ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক-এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ন্যাশনালিস্ট অফ এসজেডএমসি, বগুড়া (এনএসবি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. রাশেদুল হাসান রিপন, সাবেক সহ-সভাপতি ডা. তাপস কুমার দাস, সাবেক সদস্য ডা. রাজিব হোসেন, বর্তমান সভাপতি শেখ শাকির ইবনে সাইখ রিচি, সাধারণ সম্পাদক গালিব আল মুগনী; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মো. মওদুদ হোসেন মঈন; ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহাদ মোল্লা; ইব্রাহিম মেডিকেল কলেজ ছাত্রদল নেতা মো. আশরাফ হোসেন; পপুলার মেডিকেল কলেজ ছাত্রদল নেতা এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকে।

শীতবস্ত্র হাতে পেয়ে উপস্থিত সবাই ছিলেন অত্যন্ত আবেগআপ্লুত। সকলে দু হাত তুলে দোয়া করেন জিয়া পরিবারের জন্য।  মানবিক সংগঠন রক্তস্পন্দনের এ ধরনের মহৎ উদ্যোগের জন্য "আপন নিবাস" এর প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা সেলিনা শেলী আপা আয়োজকদের আন্তরিক প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমআর//