ঢাকা, বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১১ ১৪৩২

তারেক রহমানকে স্বাগত জানালেন স্থায়ী কমিটির সদস্যরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান থেকে বেরিয়ে এসে উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান। এ সময় বিমানবন্দরের রেড জোনে তাকে স্বাগত জানান দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমে কোলাকুলি করেন তারেক রহমান। এরপর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিয়ম করেন তিনি। 

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ১২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। 

তারও আগে বুধবার লন্ডনের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে এসেছে লাখ লাখ মানুষ। তীব্র শীত উপেক্ষা করে রাত থেকে সমাবেশস্থলে অবস্থান নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে শুরু করে। ভোর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। সরেজমিন দেখা গেছে, রাজধানীর প্রায় সব এলাকা থেকে দল বেঁধে হেঁটে কিংবা বাস-ট্রাক-মোটরসাইকেলে করে স্লোগান দিতে দিতে ৩০০ ফিট ও বিমানবন্দরের দিকে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এএইচ