ঢাকা, বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১১ ১৪৩২

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চান তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়নে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে পরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় পূর্বনির্ধারিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড় ও সমতলের মানুষ রয়েছে—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে নারী, পুরুষ, শিশু—যেই হোক না কেন, ঘর থেকে বের হয়ে যেন নিরাপদে ফিরে আসতে পারে।”

সম্প্রতি ওসমান শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন—তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে আগত বাস থেকে নেমে তিনি গণসংবর্ধনা মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে তিনি উপস্থিত লাখো জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান।

এমআর//