ঢাকা, বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১১ ১৪৩২

বিপিএলে সিলেটের নেতৃত্বে মিরাজ, চট্টগ্রামের মেহেদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ।

আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালসও। এবার চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন শেখ মেহেদী।

এর আগেও বিপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মিরাজের। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরাজের নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁর হাত ধরেই এবারের মৌসুমে দলের যাত্রা সফল হবে বলে তারা আশাবাদী।

এদিকে বিপিএলের নিয়ম মেনে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সদস্যদের পারিশ্রমিকের ২৫ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলেও জানিয়েছে সিলেট টাইটান্স। পাশাপাশি দলের সদস্যদের জন্য ১৫ দিনের দৈনিক ভাতাও অগ্রিম বিতরণ করা হয়েছে।

এমআর//