মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১০
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বড়দিনের প্রাক্কালে জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
এক বিবৃতিতে জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় জানায়, এ পর্যন্ত নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এছাড়া পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা যে যে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে তথ্যও প্রকাশ করেছে।
উল্লেখ্য, ভয়াবহ এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হচ্ছে। এছাড়াও নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হন।
এমআর//
