জিয়াউর রহমানের সমাধিস্থলের পথে তারেক রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার | আপডেট: ০৩:০৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিস্থলে পৌঁছেছেন।
এছাড়া তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হয়েছেন।
এমআর//
