গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার | আপডেট: ০৮:২৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহত নেই বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে, শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এমআর//
