বহিরাগতদের হট্টগোল, জেমসের কনসার্ট বাতিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
ফরিদপুর জিলা স্কুলে ব্যান্ড শিল্পী জেমসের ‘নগর বাউল’ কনসার্টে বহিরাগতরা প্রবেশ করতে না পারায় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশে কনসার্ট বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।
এ সময় প্রায় এক ঘন্টা ধরে স্কুলের প্রধান সড়কে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, চেয়ার ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী’২৫ উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। শেষ দিনে কনসার্ট অনুষ্ঠানের আগে পুরস্কার বিতরণের সময় এ হট্টগোল বাঁধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরস্কার বিতরণের সময় তিন ছেলে দেয়াল টপকে কনসার্টে ঢোকার চেষ্টা করলে মারপিট ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে প্রায় এক ঘন্টা। এই সময় কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং কনসার্টের দর্শক সারিতে রাখা চেয়ার ভেঙে ফেলা হয়।
পুনর্মিলনী আয়োজক পরিষদের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম আহত শিক্ষার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা আমাদের কনসার্ট অনুষ্ঠান স্থগিত করেছি। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছরপূর্তি ও পুনর্মিলনী ’২৫ উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। বুধবার স্কুল চত্বরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান শুরু হয় এবং বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এএইচ
