ঢাকা, শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৩ ১৪৩২

সবার অংশগ্রহণে উৎসবমুখর হবে নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচন হবে উৎসবমুখর ও সবার অংশগ্রহণমূলক। সরকার কোনো দলের পক্ষে নয়, সবাই যেন নিজের ইচ্ছামতো ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। 

শনিবার (২৭ ডিসেম্বর) ভোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধনকালে একথা বলেন তিনি। 

এর আগে শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে ক্যারাভানের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের দাবির তালিকা শিগগিরই জনগণের সামনে উপস্থাপন করা হবে, যেখানে জনগণ হ্যাঁ বা না ভোট দেবে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক থাকবে এবং কোনো কেন্দ্রে সহিংসতা হলে তাৎক্ষণিকভাবে ভোট স্থগিত করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ