বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা মিল্টন
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) থেকে বিএনপির প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিলটনের পক্ষে মনোনয়ন উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তলোন করা হয়েছে।
বিএনপি নেতা মোরশদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন গাবতলী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম গামা, মমিনুল ইসলাম, সাগর খান, গাবতলী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ অনেকে।
গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বিএনপি নেতা মোরশেদ মিল্টনের পক্ষে
দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মনোনয়ন উত্তোলন বিষয়ে বিএনপি নেতা মহিষাদ মিলটনসহ একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, বগুড়া-৭ আসনে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় মনোনয়ন পান। তার পক্ষে নেতাকর্মীরা তিন দফায় মনোনয়ন উত্তোলন করেছেন। এদিকে ২০১৮ সালে বগুড়া সাত আসন থেকে বিএনপি'র পক্ষে মনোনয়ন পেয়েছিলেন বিএনপি নেতা মোর্শেদ মিল্টন। তার মনোনয়নপত্রটি তৎকালীন নির্বাচন কমিশন বাতিল করলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে বিএনপি সমর্থন দেয়।
এএইচ
