খুলনায় ২১ কেজি হরিণের মাংসসহ দুই শিকারী গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ২টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ দুইজন হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
এএইচ
