ঢাকা, রবিবার   ২৮ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৪ ১৪৩২

মৌলভীবাজারে নিজ বাড়িতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, আহত ১

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে দুই ভাইকে। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ছেলে আব্দুল কাইয়ুম। 

এ সময় তাদের প্রতিপক্ষ জমির উদ্দিন নামে আরো একজন গুরুতর আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুরুতর আহত জমির উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। 

তারা কি কারণে খুন হলেন পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন।

পুলিশ জানায়, নিহত কৃষক আব্দুল কাইয়ুমের সাথে প্রতিবেশেী মো. জমির উদ্দিনের অনেক দিনের বিরোধ চলে আসছিল। তার ভাগনা কয়েক বছর আগে খুন হওয়া জালাল উদ্দিন হত্যা মামলার আসামী ছিলেন আব্দুল কাইয়ুম। সেই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় আব্দুল কাইয়ুকে পুলিশে ধরিয়ে দিতে প্রতিবেশেী মো. জমির উদ্দিনসহ কয়েকজন নিহতদের বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি বাধে। 

এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল কাইয়ুম  ও তার বড় ভাই কুয়েত ফেরত জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এএইচ