ঢাকা, রবিবার   ২৮ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৪ ১৪৩২

মিয়ানমার সীমান্তে রাতভর গোলাগুলি, টেকনাফে আতঙ্ক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তজুড়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মি এবং জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর মধ্যে সীমান্তজুড়ে রাতভর গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে সীমান্তে বসবাসকারী লোকজন আতঙ্কে রয়েছেন।  

রোববার সকালে কক্সবাজারের উখিয়ার ও টেকনাফের সীমান্তের মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

সীমান্তে বসবাসকারি অনেকে জানিয়েছেন, ‘সীমান্তের বাসিন্দারা ভয়ভীতির মধ্যে আছেন। বেশ কিছুদিন পর পর সীমান্তে গোলার বিকট শব্দ পাওয়া গেছে। বিশেষ করে রহমত বিল, আনজুমান পাড়া, বালুখালী, নরবনিয়া ও দামংখালী এলাকায় বেশি গোলার শব্দ পাওয়া গেছে। সীমান্তে যুদ্ধবিমান দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। 

সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে এবং শূন্য লাইন থেকে প্রায় ১৩ কিলোমিটার ভেতরে বলিবাজার এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের দীর্ঘ বিরতির পর আবার লড়াই চলছে। সীমান্তের কাছে গুলি ও মর্টারশেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তে বসবাসকারীদের মাঝে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমামুল হাফিজ নাদিম জানিয়েছেন, ‘ওপারে গোলাগুলি ঘটনায় সীমান্তে বসবাসকারী মানুষদের আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে। সীমান্তে আমাদের সব আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর টানা ছয় ঘণ্টা গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের সময় ওপার থেকে ছোড়া গুলি এসে স্থানীয় বসতঘরে পড়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরাংশে বলিবাজার, সায়েরবিল এবং নাফ নদের তোতার দ্বীপকেন্দ্রিক এলাকায় এই সংঘর্ষ হয়।

এএইচ