অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার
চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
দলীয় সূত্রে জানা যায়,বিপিএলে টানা দুই দিনের ম্যাচ শেষে রোববার (২৮ ডিসেম্বর) ছিল বিরতি। এদিন অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পান শরিফুল। কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার। সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের ম্যাচ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হয় শরিফুলকে।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শঙ্কামুক্ত আছেন শরিফুল। স্ক্যান করা হয়েছে তাতে কোনো সমস্যা ধরা পড়েনি।
এমআর//
