স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মাহফুজ, এনসিপির ফরম নিলেন ছোট ভাই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এদিকে একই আসন থেকে মাহফুজ আলমের ছোট ভাই মাহবুব আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
এ বিষয়ে মাহবুব আলম বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে দলের নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিনে আমার ভাই মাহফুজ আলমের পক্ষেও মনোনয়ন ফরম নেওয়া হয়েছে।”
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, “মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তার ভাই মাহবুব আলম জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন। এখন পর্যন্ত লক্ষ্মীপুর-১ আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়ে উঠছে।
এমআর//
