ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৪ ১৪৩২

পুলিশ পরিচয়ে ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার | আপডেট: ১১:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭) নামে এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় থানায় দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের শিকার হন নিহত সাইফুল সর্দার। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পেশায় একজন কৃষক ছিলেন।

নিহত সাইফুল সর্দারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে মোট ৩০ জনকে এজাহারভুক্ত এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন- আইয়ুব মিয়া (৫৬) ও শফিকুল মিয়া (৩৪)। তাদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে জুয়েল মিয়ার নেতৃত্বে সবুজ মিয়া, হাসিব মিয়া, সৈয়দ রাজিব আলী, আইয়ুব মিয়া, নুরু মিয়া, শুভ মিয়া, শাহা সুলতান প্রিন্সসহ একদল সশস্ত্র লোক গভীর রাতে এলাকায় তাণ্ডব চালায়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রথমে সাইফুল সর্দারের ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। এরপর পার্শ্ববর্তী ইসমাইল মোল্যার বাড়িতে গিয়ে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। 

আশঙ্কাজনক অবস্থায় সাইফুল সর্দারকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে গুরুতর আহত ইসমাইল মোল্যা ফরিদপুর মেডিকেল হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার দুপুরে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, "পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।"

এমআর//